তাইওয়ানিজ টেক জায়েন্ট আসুস টানা সপ্তমবারের মত “২০১৯ বেস্ট তাইওয়ান গ্লোবাল ব্র্যান্ডস এওয়ার্ডস” খেতাব জয় করলো। প্রতি বছরের মত এবছরও অনুষ্ঠিত হলো “বেস্ট তাইওয়ান গ্লোবাল ব্র্যান্ডস এওয়ার্ডস” অনুষ্ঠান।
অনুষ্ঠানটি তাইওয়ান অর্থনৈতিক বিষয়ক মন্ত্রনালয় থেকে আয়োজন করা হয়। এবছরের বেস্ট তাইওয়ান গ্লোবাল ব্র্যান্ড জরিপ করা হয় আন্তর্জাতিকভাবে তাইওয়ানের ব্র্যান্ডগুলো কতটুকু ভালো সেবা এবং গুনগত মান বজায় রাখতে পেরেছে। এরই ধারাবাহিকতায় গত ছয়বারের মত এবছরও সপ্তমবার টেক জায়েন্ট আসুস “সেরা” সুনামটি অর্জন করে।
২০১৯-এ আসুস অনেক ধরনের মাইলফলক ছুঁতে সক্ষম হয়েছে তার মধ্যে বিভিন্ন পণ্যের ডিজাইন এবং বিভিন্ন মাধ্যমে সুনাম অর্জন করেছে। বিশ্বসেরা ডিজাইন এবং উদ্ভাবনের প্রতি আসুসের রয়েছে অটল প্রতিশ্রুতি। আসুসের বিভিন্ন পণ্য বিভিন্ন সুনাম এবং পুরস্কার অর্জন করেছে তার মধ্যে ২২ টি আইএফ ডিজাইন ওয়ার্ড, ২১ টি রেড ডট এওয়ার্ড এবং চারটি গুড ডিজাইন অ্যাওয়ার্ড।