অ্যাপলের টিভি প্লাস সাবস্ক্রিপশন স্ট্রিমিং সেবায় প্রোগ্রামিং লাইন-আপের তালিকা বেশ দীর্ঘ, তবে এর মধ্যে এখন পর্যন্ত নিজেদের কোনো অনুষ্ঠানের নাম ঘোষণা দিতে পারেনি অ্যাপল।
অবশ্য শিগগিরই অ্যাপলের নিজস্ব অনুষ্ঠানের নাম শোনা যাবে। কারণ প্রযুক্তি জায়ান্টটি নিজস্ব টিভি স্টুডিও তৈরি করেছে। আর এখানেই তৈরি হবে মাস্টার্স অব এয়ার, ব্যান্ড অব ব্রাদার্স, দ্য প্যাসিফিকসহ বিভিন্ন টেলিভিশন শো। টম হ্যাংকস, গেরি গোয়ের্টজম্যান এবং স্টিভেন স্পেলবার্গ এগুলোর নির্বাহী প্রযোজক হিসেবে থাকবেন।
এই স্টুডিওতে তৈরি হওয়া অনুষ্ঠান এবং বাইরের অনুষ্ঠানের দর্শক সংখ্যার মধ্যে অনেক পার্থক্য থাকবে। কারণ ‘অরিজিনাল’ লেবেলের অনুষ্ঠানগুলো অধিক দর্শক টানবে। এখন পর্যন্ত স্টুডিওটির নাম প্রকাশ করা হয়নি।
ডিবিটেক/বিএমটি