উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এবং বিলাসবহুল স্পোর্টস কার নির্মাতা পোরশে ভার্টিকাল টেকঅফ এবং ল্যান্ডিং (ভিটিওএল) করতে পারে এমন ধারণার গাড়ি নির্মান করছে। সহজ কথায় বলতে গেলে তারা উড়ন্ত গাড়ি তৈরি করছে। খবর এনগ্যাজেট।
উভয় কোম্পানির প্রকৌশলীরা একটি প্রোটোটাইপ তৈরি করছে এবং সেটার পরীক্ষা চালাবে। প্রিমিয়াম ভিটিওএল মডেলের এই গাড়ি হবে পোরশে ব্র্যান্ডের।
শুধু গাড়ি নির্মান নয়, উভয় কোম্পানির এই জোটের মাধ্যমে প্রান্তিক অঞ্চলে এয়ার মোবিলিটির সুযোগ খোঁজা হচ্ছে।
শুধুমাত্র তারাই যে উড়ন্ত গাড়ি তৈরি করছে এমন নয়, বোয়িংয়ের প্রতিদ্বন্দ্বি এয়ারবাস গতবছর থেকে তাদের নিজস্ব ভিটিওএল ভেহিকলের পরীক্ষা চালাচ্ছে।
ডিবিটেক/বিএমটি