বিশ্বব্যাপী শিশুদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংগঠন ইউনিসেফ এখন অনুদান হিসেবে বিটকয়েনসহ অন্যান্য পেমেন্ট সেবা গ্রহণ করছে। এটি জাতিসংঘের প্রথম কোনো সংগঠন যা ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করছে। খবর এনগ্যাজেট।
এই উদ্যোগের ফলে ইউনিসেফ এবং ফান্ড গ্রহণকারী উভয়েই বিদেশে অর্থ লেনদেনের ফি থেকে মুক্তি পাবেন। এছাড়া অনুদানকারীও দেখতে পাবেন যে তার অনুদান ইউনিসেফ কীভাবে খরচ করছে।
যখন ইউনিসেফ এই ক্রিপ্টোকারেন্সি অনুদান পাবে, তখন সেটি জাতীয় কারেন্সিতে ক্যাশ করা হবে না। সেটি বিটকয়েন হিসেবে রাখা হবে অথবা একই টেন্ডারে কোনো দাতব্য কাজে ফান্ডটি ব্যবহার করা হবে। এর ফলে অনুদান গ্রহণকারী নগদের চেয়ে অধিক পরিমাণে মূল অনুদান পাবে। একইসাথে স্বচ্ছতাও নিশ্চিত হবে।
ডিবিটেক/বিএমটি