যুক্তরাষ্ট্রের শহরগুলোর বায়ু দূষণ ও কার্বন নিঃসরণের মাত্রা নির্ণয়ে সহায়তা করতে ইউরোপে একটি বিশেষ টুল প্রকাশের প্রস্তাব দিয়েছে গুগল। এই টুলটি সাধারণভাবে প্রাপ্ত তথ্যের পাশাপাশি গুগল ম্যাপের পরিবহন এবং বিল্ডিং-এর কার্বন নিঃ সরণের তথ্য সংগ্রহ করবে।
প্রাথমিকভাবে বার্মিংহাম, ম্যানচেস্টার, ওলভারহ্যাম্পটন এবং কভেন্ট্রি, ডাবলিন এবং কোপেনহেগেন শহরে এই টুল ব্যবহারের প্রস্তাব করেছে গুগল।
আগামী এক সপ্তাহের মধ্যে অন্য মহাদেশের শহর গুলোকেও এর সাথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে এবং যে কোনো শহর চাইলে নিজেই অনলাইন ফার্মের মাধ্যমে সুপারিশ করতে পারবে।
দ্য এনভায়রনমেন্টাল ইনসাইটস এক্সপ্লোরার (ইআইই) চারটি ক্যাটেগরিতে ডাটা সন্নিবেশন করবে। এগুলো হচ্ছে বাড়ি-ঘর থেকে দূষণ, পরিবহন থেকে দূষণ, সাধারণ দূষণ এবং সম্ভব্য সৌরব্যাতিচার দূষণ।
কার্বন নিঃসরণ কমলে কী ধরনের পরিবর্তন আসতে পারে নগরবাসীকে তা দেখাতেই এই ড্যাসবোর্ডটি তৈরী করা হয়েছে। এই ড্যাসবোর্ডটি থেকে শহরবাসী কিভাবে তারা তাদের দূষণ সর্বনিম্ন পর্যায়ে রাখতে পারেন তাও থাকবে। যেমনঃ রাস্তায় আরও অধিক সাইকেল লেন তৈরি করুন, বাসাবাড়িতে সৌর বিদ্যুৎ ব্যবহার করুন।
আলাদা আরেকটি প্রকল্প এয়ার ভিউয়ের অংশ হিসেবে বায়ু দূষণের পরিমাপ করা হচ্ছে। গুগল স্ট্রিট ভিউয়ের মাধ্যমে লন্ডন এবং কোপেনহেগেনে গাড়ি চালানোর কারণে কি পরিমাণ বায়ু দূষিত হলো, তা জানা যাবে। এবং ইআইই টুলের মাধ্যমে তথ্যগুলো শেয়ার করা হবে।
ডিজিটেক/এনএস