যতই দিন যাচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট আরও স্মার্ট এবং আরও দরকারী হয়ে উঠেছে। গ্রাহকবান্ধব হতে এবার যোগ করেছে স্ট্রিম ট্রান্সফার। বুধবার (৯ অক্টোবর) থেকে সমস্ত ক্রোমকাস্ট, গুগল হোম এবং নেস্ট স্মার্ট স্পিকারে এই ফিচারটিকে পাঠানো শুরু করেছে গুগল।
এরআগে মঙ্গলবার (৮ অক্টোবর) হোম স্পিকারের অপারেটিং সিস্টেমে নতুন ফিচার যোগ করে। ফিচারটির মাধ্যমে ভয়েস কমান্ডে যেকোনো গুগল-ব্র্যান্ডেড স্পিকারের মধ্যে গান, ভিডিও, পডকাস্ট এবং আরও অনেক কিছু সহজেই ট্রান্সফার করা যায়।
এছাড়াও, শোবার ঘরে গুগল হোম মিনিতে যে গানটি শুনছেন, সেই একই গানটি বসার ঘরে হাব ম্যাক্সে শুনতে পারবেন ব্যবহারকারী। স্পটিফাই, প্যানডোরা এবং নিজস্ব ইউটিউবের গান সহ বিভিন্ন জায়গায় এই ফিচারটি কাজ করবে বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ।
তবে অন্যদিকে ভিডিওর ক্ষেত্রে বর্তমানে এটি শুধু নিয়মিত ইউটিউব ভিডিও পর্যন্ত সীমাবদ্ধ।
স্ট্রিমিং ফিচারটি শুধুমাত্র কাজ করবে গুগল-ব্র্যান্ডেড ডিভাইসগুলির মধ্যে। আর এর অর্থ এটি তৃতীয় পক্ষের কোন স্পিকারগুলিতে ফিচারটি কাজ করবে না বলে জানান সংশ্লিষ্টরা।
ডিজিবাংলা/ প্রান্ত