কয়েকদিন আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিলো যে কিছু কোম্পানি ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি লিবরা এর সাথে সহায়তার বিষয়টি পুনরায় বিবেচনা করছে। তবে পেপাল ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে লিবরা অ্যাসোসিয়েশনে অংশগ্রহণ বাতিল করছে পেপাল। খবর এনগ্যাজেট।
লিবরা অ্যাসোসিয়েশনে প্রতিষ্ঠাতা সদস্যরা ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে। তবে লিবরা ছাড়ার পর পেপালের এই অর্থ কী হবে সেটি জানা যায়নি।
পেপাল জানিয়েছে, এখনকার মতো আপনার লিবরা অ্যাসোসিয়েশনের অংশগ্রহণের সিদ্ধান্তটি ত্যাগ করছি এবং আমাদের মূল্য লক্ষ্য প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় আনার দিকে নজর দিচ্ছি। লিবরার লক্ষ্যের প্রতি আমাদের সহায়তা বিদ্যমান থাকবে এবং আগামীতে একসাথে কাজ করার জন্য আলোচনা চলমান থাকবে।
তবে মাস্টারকার্ড, ভিসা, পেইউ, উবার, ইবে, লিফসহ অন্যান্য ২৭টি কোম্পানি এখনও এ বিষয়ে কোনো মন্তব্য না করায়, অ্যাসোসিয়েশনে যুক্ত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি