প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে জনসংযোগ (পিআর) প্রতিষ্ঠানসংশ্লিষ্ট ২১১টি ফেসবুক অ্যাকাউন্ট, ১০৭টি পেজ, ৪৩টি গ্রুপ এবং ৮৭টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক। এগুলোর সবই সংযুক্ত আরব আমিরাত (চার্লস কমিউনিকেশন), মিশর (ফ্লেক্সেল) এবং নাইজেরিয়া (মিন্টরিচ) এর সাথে যুক্ত। এগুলো সংঘবদ্ধভাবে পরিচালিত হতো বলেও জানা গেছে। খবর এনগ্যাজেট।
ফেসবুক জানিয়েছে, এই অঞ্চলে উদ্দেশ্যপ্রণোদিত আচরণের বিষয়ে চলমান তদন্তের অংশ হিসেবে এগুলো বন্ধ করা হয়েছে। গত আগস্টেও সংযুক্ত আরব আমিরাত ও মিশরের বিপণন প্রতিষ্ঠানসংশ্লিষ্ট কয়েক’শ অ্যাকাউন্ট ও পেজ বন্ধ করা হয়।
বিশেষ করে, এই প্রতিষ্ঠানগুলো ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে তাতে কাতার ও ইরান বিরোধী এবং সংযুক্ত আরব আমিরাতের পক্ষে জোর প্রচারণা চালাতো। সরকার সমর্থিত সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে বছর দুয়েক আগে মিশর ও সংযুক্ত আরব আমিরাতে সাথে বন্ধন ছিন্ন করেছে কাতার। এরপর থেকেই এই ধরণের প্রচারণা বাড়তে থাকে।
ডিবিটেক/বিএমটি