চীনে স্যামসাং ইলেক্ট্রনিক্সের আর কোনো মোবাইল টেলিফোন তৈরি হবে না। বুধবার এমনই ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। খবর রয়টার্স।
গত জুনে চীনের সাউদার্ন সিটিতে একটি প্লান্টের উৎপাদন বন্ধ এবং গতবছরের শেষের দিকে আরেকটি কারখানা স্থগিত করার পর দেশটিতে স্যামসাংয়ের সর্বশেষ ফোন কারখানাটি বন্ধ করা হলো।
চীনের শ্রম ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক অবস্থা ধীরগতি হওয়ার কারণে অন্যান্য কোম্পানির মতোই স্যামসাং তাদের ফোন তৈরির ইতি টানলো।
অপর প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনিও তাদের বেইজিং স্মার্টফোন প্লান্ট বন্ধ করার কথা জানিয়েছে। সনি শুধুমাত্র থাইল্যান্ডে তাদের স্মার্টফোন তৈরি করবে। যদিও অ্যাপলের অধিকাংশ পণ্য এখনও চীনেই তৈরি হচ্ছে।
স্থানীয় বাজারে প্রতিযোগিতায় টিকতে না পারাও কারখানা বন্ধের আরেকটি কারণ। দেশটিতে স্থানীয় ব্র্যান্ডের কমদামি স্মার্টফোন আর উচ্চদামের ক্ষেত্রে অ্যাপল কিংবা হুয়াওয়ের ফোন ক্রয় করে জনগন। স্যামসাংয়ের সেখানে মার্কেট শেয়ার খুবই কম।
ডিবিটেক/বিএমটি