ফাইভ জি-কে টার্গেট করে নতুন করে অ্যান্ড্রয়েড ১০ গো সংস্করণ আনছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। এর বদৌলতে সামনের বছরে বিশ্বের ১০ শতাংশ স্মার্টফোন হবে ফাইভজি।
এমন পূর্বাভাস দিয়েছে প্রযুক্তি বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার।
গার্টনার ধারণা করছে, বিশ্বে ফাইভজি নেটওয়ার্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফাইভজি স্মার্টফোনের চাহিদাও বাড়ছে। আগামী ২০২০ সাল নাগাদ বিশ্বের ১০ শতাংশ স্মার্টফোন হবে ফাইভজি। এছাড়াও ২০২৩ সাল নাগাদ ৫৬ শতাংশ স্মার্টফোনই হবে ফাইভজি নির্ভর।
প্রসঙ্গত, চলতি বছরে বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইভজি চালু করেছে দক্ষিণ কোরিয়া। এরপর যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে ফাইভজি চালু করে। চাহিদার কথা মাথায় রেখে বিশ্বের বিভিন্ন দেশে অন্তত এক ডজন প্রতিষ্ঠান ফাইভজি নিয়ে কাজ করছে। অন্যদিকে ২০২৩ সালের মধ্যে অনেক দেশেই চালু হবে ফাইভজি। ২০২১ সাল নাগাদ বাংলাদেশেও এই সেবা চালুর পরিকল্পনা হাতে নিয়েছে।