গান এবং সিনেমা সেবা খাতে সাবস্ক্রিপশন পুরোদমে চলছে, এবার গেমস ও অ্যাপেও সেটা এসেছে। গত আগস্টে শোনা যায়, গুগল তাদের নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ সাবস্ক্রিপশন সেবা ‘প্লে পাস’ চালুর চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সোমবার সেটিই আনুষ্ঠানিকভাবে চালু করেছে গুগল। খবর এনগ্যাজেট।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে এই সেবাটি চালু করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা অসংখ্য প্রিমিয়াম গেম এবং অ্যাপস ব্যবহারের সুযোগ পাবে।
মাসে মাত্র চার দশমিক ৯৯ ডলারে পে প্লাস ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড গেম স্টারডেউ ভ্যালি, রিস্ক অথবা ফেসটিউন কিংবা অ্যাকুওয়েদারের মতো শত শত অ্যাপ আলাদাভাবে কেনা ছাড়াই ব্যবহারের সুযোগ পাবে।
উদ্বোধনী অফারের আওতায় সীমিত সময়ের জন্য গ্রাহকরা মাসে মাত্র এক দশমিক ৯৯ ডলারে এক বছরের জন্য সেবাটি গ্রহণ করতে পারবেন। এছাড়া বর্তমানে সেবাটি ১০ দিনের ফ্রি ট্রায়াল গ্রহণ করার সুযোগ রয়েছে। শিগগিরই অন্যান্য দেশেও সেবাটি চালু করা হবে।
ডিবিটেক/বিএমটি