কৌতুহল বশত শহরের তরুণ প্রজম্নের ঝোঁক দেখাতে ই-সিগারেট (ইলেকট্রিক সিগারেট) নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত। ই-সিগারেট বন্ধে খুব শিগগিরই অধ্যাদেশ জারি হবে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দেশটিতে ই-সিগারেটের ব্যবসা, বিক্রি বা বিপণন করলে প্রথম বার অপরাধে এক বছরের জেল বা এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, অথবা দু’টি শাস্তিই হতে পারে। দ্বিতীয় বার ওই অপরাধ করলে ৩ বছর জেল ও ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
প্রসঙ্গত, সম্প্রতি ই-সিগারেটের উপরে শ্বেতপত্র প্রকাশ করে তা নিষিদ্ধ করার সুপারিশ করেছিল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।
এ বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ‘প্রথমে ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেমকে (এন্ডস) সিগারেটের তুলনায় কম ক্ষতিকারক বিকল্প হিসেবে দেখা হলেও, এখন দেখা যাচ্ছে, তা নয়। এতে নিকোটিনের নেশা তৈরি হচ্ছে। অনেকে ‘স্টাইল স্টেটমেন্ট’ বা ‘কুল’ হিসেবে দেখে ব্যবহার করতে শুরু করছেন। তারপর নেশায় জড়িয়ে পড়ছেন।’