আগামী এক দশকের মধ্যেই মঙ্গল গ্রহকে ‘দ্বিতীয় পৃথিবী’ বানানোর তোড়জোড় চলছে। সেখানে শহর তৈরির পরিকল্পনায় এগিয়ে আছেন টেসলার মালিক ইলন মাস্ক। এই উদ্যোগ বাস্তবায়ন করতে যাচ্ছে তার মালিকানাধীন অপর প্রতিষ্ঠান ‘স্পেস এক্স’। প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১০০ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১০ ট্রিলিয়ন মার্কিন ডলার।
ইলন মাস্কের পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলে একটি শহর তৈরি করতে মার্কিন সুরক্ষা বাজেটের ১০ শতাংশ খরচ হবে। জানা গেছে, মঙ্গল গ্রহে এক টন জিনিস পাঠাতে এক লাখ মার্কিন ডলার খরচ হবে। ওই গ্রহে এই ধরনের একটি শহর তৈরি করতে পৃথিবী থেকে কয়েক লাখ টন জিনিস পাঠাতে হবে। এর ফলে খরচ ১০০ বিলিয়ান মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।
বিজ্ঞানীরা এরইমধ্যে জানিয়েছেন, ‘মানব সভ্যতা টিকে থাকতে নতুন গ্রহ প্রয়োজন।’ মঙ্গল গ্রহে পৌঁছানোর পরে ফিরে আসার সম্ভাবনা কম থাকলেও যাওয়ার পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে চান না স্পেস এক্স প্রধান। সেখানে মানুষ পাঠানোর কাজ পাকাপাকি করে ফেলেছেন। মানুষের পা না পড়া এই গ্রহে শহর তৈরির পরিকল্পনা অনুযায়ী ইতিমধ্যেই একটি নকশাও আঁকা হয়েছে।
মঙ্গলের পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করে তাদের পৃথিবীতে ফিরিয়ে আনতে এ বছর শেষ হওয়ার আগেই সরকারি তহবিল থেকে সহায়তার প্রতিশ্রুতি চাইছে নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সির কর্মকর্তারা। ২০২৬ সালের মধ্যে জোড়া রকেট উৎক্ষেপণ করে পৃথিবী থেকে মঙ্গলে পাড়ি দেয়ার পরিকল্পনা নিয়েই এগিয়ে যাচ্ছে।