আপনি যদি হোম থিয়েটার পিসিতে লিনব্যাক ইন্টারফেসে ইউটিউব দেখতে চান তাহলে আপনাকে বিকল্প পথ খুঁজতে হবে। কারণ শীর্ষ ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব তাদের টেলিভিশনবান্ধব ওয়েব ইন্টারফেস বন্ধ করছে। খবর এনগ্যাজেট।
ইউটিউব তার লিনব্যাক ওয়েব পোর্টালের দর্শকদের জানিয়েছে, এই সংস্করণটি শিগগিরই বন্ধ হয়ে যাবে। এরফলে আপনার ইউটিউব দেখা বন্ধ হবে না, তবে এজন্য আপনাকে অন্য কোনো ডিভাইসের দারস্থ হতে হবে যেটিতে সহজেই নেভিগেট করা যায়।
ইউটিউবের পক্ষ থেকে সংস্করণটি বন্ধের কারণ উল্লেখ করা না হলেও অ্যান্ড্রয়েড পুলিশ জানাচ্ছে, ডিভাইস নির্মাতাদের ব্রাউজারের মাধ্যমে ইউটিউবের অ্যাপ দেখানো অনুৎসাহিত করতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
বর্তমানে ওয়েব সংস্করণের প্রয়োজনীয়তা কমেই চলেছে। অনেকেরই স্মার্টটিভি, কনসোল এবং মিডিয়া হাব রয়েছে, যা বৃহৎ ইন্টারফেসের। ওয়েব সংস্করণ বন্ধ হলে, ইউটিউব তাদের ন্যাটিভ অ্যাপসে আরও বেশি মনোযোগী হতে পারবে।
ডিবিটেক/বিএমটি