সম্প্রতি অনুষ্ঠিত ‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেস’ চলাকালীন ভারতের প্রথম স্যাটেলাইট-ভিত্তিক গিগা-ফাইবার পরিষেবা ‘জিওস্পেসফাইবার’-কে প্রদর্শন করা হয়। মুকেশ আম্বানি পরিচালিত টেলিকম অপারেটর সংস্থা জিও এর ঘোষণা অনুসারে, সদ্য চালু হওয়ার এই নতুন স্যাটেলাইট-ভিত্তিক ব্রডব্যান্ড পরিষেবাকে শিগগিরই ভারতবাসীর জন্য অত্যন্ত সাশ্রয়ী মূল্যে প্রদান করা হবে।
ভারতে জিওর কোনো ব্রডব্যান্ড পরিষেবাই প্রত্যন্ত অঞ্চলগুলোতে অ্যাক্সেসযোগ্য ছিলো না। কিন্তু প্রিমিয়াম ‘জিওস্পেসফাইবার’ পরিষেবার দৌলতে এবার তা সম্ভব হবে।
জিও তাদের ‘জিওফাইবার’ এবং সম্প্রতি উন্মোচিত হওয়া ‘জিওএয়ারফাইবার’ নামক ব্রডব্যান্ড পরিষেবার মাধ্যমে ৪৫ কোটিরও বেশি ভারতীয়কে হাই-স্পিড ব্রডব্যান্ড ফিক্সড লাইন ও ওয়্যারলেস পরিষেবার সুবিধা দেয়। কিন্তু এই দুটি পরিষেবা দেশের প্রত্যন্ত এলাকাগুলোতে পাওয়া যায় না। তবে নতুন ‘জিওস্পেসফাইবার’ চালু করার ফলে এখন টেলিকম সংস্থাটি ভারতের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও তাদের ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দিতে সক্ষম হবে, তাও আবার অত্যন্ত সাশ্রয়ী দামে।
জিও’র দাবি অনুসারে, তাদের ব্রডব্যান্ড লাইনআপের এই নতুন সংযোজনটি ব্যবসায়িক সংগঠনের পাশাপাশি ঘরোয়া ইন্টারনেট গ্রাহকদের – নির্ভরযোগ্য, লো লেটেন্সি এবং উচ্চ-গতির ইন্টারনেট অ্যাক্সেস সরবরাহ করবে।
যেসকল এলাকায় ইন্টারনেট কানেকশন পাওয়া দুষ্কর সেখানেও ৫জি নেটওয়ার্ক এবং উচ্চ-গতির ব্রডব্যান্ড উভয়ই অ্যাক্সেস করা যাবে। জিও তাদের এই দাবি যে সত্যি তা প্রমাণ করতে ইতিমধ্যেই ভারতের চারটি প্রত্যন্ত স্থানকে জিওস্পেসফাইবার পরিষেবার অধীনে এনেছে। এই তালিকায় সামিল রয়েছে- গুজরাট, ছত্তিসগড়, উড়িষ্যা এবং আসাম।
প্রসঙ্গত, নতুন জিওস্পেসফাইবার স্যাটেলাইট নেটওয়ার্কে লেটেস্ট ‘মিডিয়াম আর্থ অরবিট’ (MEO) স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করার জন্য মুকেশ আম্বানি পরিচালিত টেলিকম সংস্থাটি লাক্সেমবার্গ-ভিত্তিক স্যাটেলাইট টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক প্রদানকারী এসইএস এর সাথে হাত মিলিয়েছে।
ডিবিটেক/বিএমটি