ইলন মাস্ক এক্সের মালিকানায় আসার পর নানা পরিবর্তনে সাঁজছে প্ল্যাটফর্মটি। এবার স্প্যাম বা বট অ্যাকাউন্ট ঠেকাতে নতুন সুবিধা চালু হলো সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে।
নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর পোস্টে কেবল ভেরিফায়েড অ্যাকাউন্ট রিপ্লাই দিতে পারবে, এমনই সুযোগ চালু করা হয়েছে।
তবে শুধুমাত্র ভেরিফায়েড বা ফি দিয়ে প্ল্যাটফর্মটির গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন বিষয়টি তেমন নয়। এটি বিনামূল্যে এক্স চালানো ব্যবহারকারীরাও ব্যবহারের সুযোগ পাবেন।
ডিবিটেক/বিএমটি