কৃষ্ণাঙ্গ শ্রমিকদের হয়রানির অভিযোগে টেসলা ইনকর্পোরেটেডের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার আদালতে মামলা করেছে ইউএস ইক্যুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমিশন (ইইওসি)। গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ফেডারেল মানবাধিকার এজেন্সি মামলাটি করে। খবর রয়টার্স।
ইইওসির দাবি ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটিতে কৃষ্ণাঙ্গ শ্রমিকদের নানাভাবে হয়রানি করা হচ্ছে।
মামলায় বলা হয়, ২০১৫ সাল থেকে টেসলায় কর্মরত কৃষ্ণাঙ্গ শ্রমিকদের সঙ্গে বর্ণবাদী আচরণ করা হচ্ছে। তাদের বিভিন্ন অপমানজনক নামে ডাকা হচ্ছে। কেউ কেউ ব্যাঙ্গাত্মক কার্টুন চিত্রের শিকারও হয়েছেন বলে সংস্থাটি আদালতে অভিযোগ করেছে।
টেসলা বর্ণবাদী আচরণের অভিযোগ তদন্তে ব্যর্থ হয়েছে ও হয়রানির অভিযোগকারী কৃষ্ণাঙ্গ কর্মীকে ছাঁটাই করেছে বলেও মামলায় উল্লেখ করা হয়।
যদিও টেসলা অভিযোগ অস্বীকার করে আসছিল। আর এবার বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।
ডিবিটেক/বিএমটি