নেটফ্লিক্সের পথে হেঁটে বড়সড় সিদ্ধান্ত নিয়েছিলো ডিজনিপ্লাস হটস্টারও। গত জুলাইতেই জানিয়ে দেওয়া হয়, বন্ধুদের সঙ্গে আর শেয়ার করা যাবে না পাসওয়ার্ড। আগামী ১ নভেম্বর থেকেই এই নিয়ম চালু হয়ে যাচ্ছে। কোম্পানির তরফে আরও জানানো হয়, নিয়ম চালুর পরও যদি ব্যবহারকারীরা পাসওয়ার্ড শেয়ার করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়া হবে।
ইতিমধ্যেই কানাডিয়ান সাবস্ক্রাইবারদের ইমেইলের মাধ্যমে নিজেদের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। যেখানে ব্যবহারকারীদের উদ্দেশ্যে লেখা, ‘আপনারা যাতে নিজেদের অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড অন্যদের শেয়ার করতে না পারেন, সে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। নিয়ম ভাঙলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’ অর্থাৎ আপাতত কানাডিয়ান সাবস্ক্রাইবারদের ক্ষেত্রেই এই নিয়ম চালু হতে চলেছে।
কিন্তু প্রশ্ন হল, কোনও ব্যবহারকারী পাসওয়ার্ড শেয়ার করলে, তা কীভাবে বুঝবে ডিজনিপ্লাস হটস্টার? জানা গিয়েছে, ওই দেশের ব্যবহারকারীদের ‘অ্যাকাউন্ট শেয়ারিং’ অপশনটি আপডেট করা হয়েছে। যা কোম্পানির নজরদারিতে থাকবে। আর তাতেই বোঝা যাচ্ছে, ব্যবহারকারীরা বাড়ির বাইরে কারও সঙ্গে অ্যাকাউন্ট শেয়ার করছেন কি না।
ডিবিটেক/বিএমটি