এবার উচ্চশব্দে গাড়ি চালিয়ে ‘শো অফ’ করার দিন ফুরিয়ে আসছে প্যারিসবাসীদের। যদি কেউ উচ্চশব্দে গাড়ি চালিয়ে যায় তাহলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা করবে ‘নয়েজ রাডার’ সিস্টেম। বর্তমানে পরীক্ষামূলকভাবে সিস্টেমটি ব্যবহার করছে কর্তৃপক্ষ। খবর এনগ্যাজেট।
প্রতিটি নয়েজ রাডারের সাথে চারটি মাইক্রোফোন ব্যবহার করা হচ্ছে যা প্রথম শব্দের উৎস খুঁজে বের করবে। এরপর সেটি সিসিটিভি ফুটেজের সাথে লিংক হয়ে নির্দিষ্ট গাড়িটি চিহ্নিত করবে এবং জরিমানা করবে।
প্রাথমিকভাবে প্যারিসের বিনোদন এলাকার বার এবং ১৭টি গুরুত্বপূর্ণ ভবনের আশেপাশে ৪০টি নয়েজ রাডার স্থাপন করা হয়েছে। পরীক্ষা চলাকালীন কাউকে জরিমানা করা হবে না। এই সময়ে প্রযুক্তিটির সঠিকতা এবং কতোটা শব্দ হলে জরিমানা করা উচিত হবে সেটির পরীক্ষা চালানো হচ্ছে।
তবে ‘শো অফ’ করা গাড়ির মালিক/চালকরা খুব বেশিদিন ছাড় পাবেন না। খসড়া আইনটি বাস্তবায়িত হলেই জরিমানা করা শুরু হবে।
ডিবিটেক/বিএমটি