ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী সংস্থা স্টারলিংক শিগগিরই ভারতে প্রবেশ করতে চলেছে। ইতিমধ্যে সংস্থাটি ভারত সরকারের অনুমোদনসহ সমস্ত আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, শিগগিরই ভারতের বাজারে নিজেদের প্রথম কার্যক্রম শুরু করবে স্টারলিংক। ইতিপূর্বে নথিপত্র জটিলতার কারণে ভারতের বাজারে প্রবেশ করার অনুমোদন পায়নি এই সংস্থাটি।
এক বিজ্ঞপ্তিতে স্টারলিংক জানিয়েছে, ভারতের বাজারে নিজেদের ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য সর্বপ্রকারের অনুমোদন পেয়েছে স্টারলিংক। এখন শুধু সময়ের অপেক্ষা, স্যাটেলাইট ইন্টারনেটের জন্য।
এতদিন তারের মাধ্যমে ব্রডব্যান্ড কানেকশন সংযুক্ত করে হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করতেন ভারতের অধিকাংশ মানুষ। তবে এবার ইলন মাস্কের কোম্পানির হাত ধরে ধারাবাহিক সেই প্রথার সমাপ্তি ঘটতে চলেছে। কারণ এবার তারের মাধ্যমে নয় বরং স্যাটেলাইটের মাধ্যমে হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন গ্রাহকরা।
যদিও কবে নাগাদ ভারতের বাজারে এই ইন্টারনেট কানেকশন সংযুক্ত করা হবে সে প্রসঙ্গে কোনো রকম তথ্য প্রকাশ্যে আনেনি সংস্থাটি। বর্তমানে সারাবিশ্বে ৪০টির বেশি দেশ স্যাটেলাইট ইন্টারনেট সিস্টেম ব্যবহার করছে।
ডিবিটেক/বিএমটি