চন্দ্রযান ৩-এর সফট ল্যান্ডিংয়ের লাইভস্ট্রিমিং দেখেছেন ৮০ লাখেরও বেশি মানুষ। ইউটিউবের সবচেয়ে বেশি দেখা লাইভস্ট্রিমিং হিসেবে নজির গড়েছে চন্দ্রযানের এই ভিডিও। নতুন রেকর্ড গড়ার পরে ইসরোকে শুভেচ্ছা জানিয়েছেন ইউটিউবের প্রধান নীল মোহন।
চন্দ্রযানের এই কৃতিত্ব এক কথায় অবিশ্বাস্য বলেই অভিহিত করেছেন তিনি। প্রসঙ্গত, গত ২৩ আগস্ট বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ভারত। সফলভাবে সফট ল্যান্ডিং করে চন্দ্রযান ৩।
বৃহস্পতিবার সকালে টুইট করেন ইউটিউবের প্রধান নীল মোহন। তিনিই জানান, চন্দ্রযান ৩-এর সফট ল্যান্ডিংয়ের লাইভস্ট্রিম দেখেছেন অন্তত ৮০ লাখ মানুষ। ইউটিউবের ইতিহাসে কোনও লাইভস্ট্রিমের ভিডিও এত বেশি মানুষ দেখেননি। লাইভ ভিডিও হিসাবে ইউটিউবে ইতিহাস গড়েছে চন্দ্রযান ৩। এই বিষয়টি তুলে ধরে ইসরোর সমস্ত কর্মী ও বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন ইউটিউব প্রধান। ‘চন্দ্রযান-৩এর এই সাফল্য একেবারে অবিশ্বাস্য’, এক্স প্ল্যাটফর্মে লেখেন নীল।
ডিবিটেক/বিএমটি