ফ্রান্সে অ্যাপলের আইফোন ১২ সিরিজের ফোন বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। উচ্চ মাত্রায় তড়িৎচৌম্বকীয় রেডিয়েশন ছড়ানোর কারণে এই নির্দেশনা দেয়া হয়েছে। খবর এএফপির।
রেডিও ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রক সংস্থা (এএনএফআর) বলছে, ‘পরীক্ষায় দেখা গেছে, ওই মডেলের ফোনটি অনুমোদনের চেয়ে বেশি ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ নির্গমন করছে। মডেলটি মানুষের শরীরের সংবেদনশীলতার চেয়ে বেশি রেডিয়েশন করেছে।’
এএনএফআর জানিয়েছে, ১২ সেপ্টেম্বরের মধ্যে আইফোন ১২ মডেলের ফোনটি দেশের বাজার থেকে সরিয়ে নেওয়া জন্য অ্যাপলকে বলা হয়েছে। পরীক্ষা করে দেখা গেছে, ফোনটি হাতে ধরে রাখার সময় বা পকেটে রাখার সময় শরীরের প্রতি কিলোগ্রামে পাঁচ দশমিক ৭৪ ওয়াট ইলেক্ট্রোম্যাগনেটিক শক্তি শোষণ করে।’
এক বিবৃতিতে এএনএফআর আরও বলেছে , ‘ইতোমধ্যে ফ্রান্সের বাজারে বিক্রি হওয়া ফোনগুলোর বিষয়ে ব্যবস্থা নিতে হবে। অন্যথায়, ওই মডেলের ফোনগুলো তাদের ফেরত নিতে হবে। এছাড়া নির্দেশনার পরেও ফোনগুলো বাজারে বিক্রি হচ্ছে কি না, তা আমাদের এজেন্ট দিয়ে নজরদারি করা হবে।’
বিষয়টি নিয়ে অ্যাপলের সঙ্গে এএফপি যোগাযোগ করলে তারা এএনএফআরের ফলাফলকে বিতর্কিত বলে দাবি করেছে। একাধিক নিরপেক্ষ বিশ্লেষণের তথ্য উপস্থাপন করে অ্যাপল বলেছে, ‘আমরা ফ্রান্সের নিয়ন্ত্রক সংস্থা এএনএফআরের সঙ্গে কাজ করব।’
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল, মোবাইল ফোন থেকে বিকিরিত হওয়া রেডিয়েশন মানুষের জন্য ক্ষতিকর নয়।
ডিবিটেক/বিএমটি