ভারতীয় ভাষায় সাবলীল অনুবাদকে আরও একধাপ এগিয়ে নিতে উদ্যোগ নিয়েছে ভারত। গুগলের অনুবাদ পরিষেবার বিকল্প হিসেবে ‘ভাষিণী’র কথা ভাবছে দেশটির সরকার। চলতি বছরই এই প্ল্যাটফর্মটির কথা ঘোষণা করা হয়েছিলো। এবার ভারত সরকার তার ডিজিটাল ইন্ডিয়া পরিকল্পনা সম্প্রসারণের ক্ষেত্রে সেই ভাষিণীকেই অন্তর্ভুক্ত করতে চলেছে। এজন্য প্রায় ১৪,৯০৩ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে।
সম্প্রতি জি-২০ ডিজিটাল ইকোনমি ওয়ার্কিং গ্রুপ মিনিস্টারস মিট-এ এই প্ল্যাটফর্মটি চালু করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আমরা ‘ভাষিণী’ তৈরি করছি, একটি এআই চালিত ভাষা অনুবাদ প্ল্যাটফর্ম। এটি ভারতের সমস্ত বৈচিত্র্যময় ভাষাকে ডিজিটাল মাধ্যমে অন্তর্ভুক্ত করবে’।
ভাষিণী এমন টুল, যা কৃত্রিম মেধা চালিত এবং বহু ভাষা অনুবাদ করতে সক্ষম। এখনও পর্যন্ত দশটি প্রধান ভারতীয় ভাষা নিয়ে কাজ করতে পারে এই প্ল্যাটফর্মটি। শিগগিরই ২২টি সরকারি ভাষা এর অন্তর্ভুক্ত করা হবে।
ডিবিটেক/বিএমটি