ই-কমার্স জায়ান্ট অ্যামাজন চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়ে ভালো মুনাফা লাভের প্রতিবেদন প্রকাশ করেছে। এর ফলে ফলে কোম্পানির শেয়ারদরও বেড়েছে। ফ্যাক্টসেটের বিশ্লেষকদের পূর্বাভাসকে ছাড়িয়ে ই-কমার্স কোম্পানিটি ৬৭০ কোটি ডলার আয় করেছে। খবর এপি।
গত বছরের দ্বিতীয় প্রান্তিকে অ্যামাজন লোকসানের কথা জানিয়েছিলো। মূলত বৈদ্যুতিক গাড়ির স্টার্টআপ রিভিয়ান অটোমোটিভে বিনিয়োগে বড় ধরনের ক্ষতি হয় তখন। এবছর দ্বিতীয় প্রান্তিকের মুনাফার মধ্যে রয়েছে রিভিয়ান বিনিয়োগে ২০ কোটি কর-পূর্ব মূল্যায়ন লাভ।
অ্যামাজনের সামগ্রিক আয় ছিলো ১৩ হাজার ৪৪০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি। এটি বিশ্লেষকদের ৮ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। অ্যামাজনের ক্লাউড ইউনিট অ্যামাজন ওয়েব সার্ভিস ২ হাজার ২১০ কোটি ডলার আয় করেছে।
প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ অনলাইন রিটেইল ব্যবসা বেড়েছে ৫ শতাংশ, যা গত বছরের তৃতীয় প্রান্তিকের পর সবচেয়ে ভালো। অ্যামাজন ফ্রেশ, গো স্টোর ও হোল ফুডসসহ অ্যামাজনের স্টোরগুলোয় বিক্রি ৭ শতাংশ বেড়েছে।
ডিবিটেক/বিএমটি