স্থানীয় উৎপাদকদের উৎসাহিত করতে এবার ল্যাপটপ, ট্যাবলেট ও ডেস্কটপ কম্পিউটার আমদানিতে বিধিনিষেধ দিয়েছে ভারত সরকার। এ নিষেধাজ্ঞা অ্যাপল, স্যামসাংয়ের মতো বড় বড় প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করতে পারে। খবর সিএনবিসি।
কাউন্টারপয়েন্ট রিসার্চের বিশ্লেষক তরুণ পাঠক বলেন, এই নিষেধাজ্ঞার ফলে চলতি বছরের শেষ নাগাদ দীপাবলি উৎসবের সময় পণ্যগুলোর দাম বাড়তে পারে। কারণ এ নিষেধাজ্ঞার ফলে আমদানিরনির্ভর ইলেকট্রনিক পণ্যগুলোর সরবরাহে সংকট তৈরি হতে পারে। এতে ক্ষতিগ্রস্ত হতে পারে বড় বড় ব্র্যান্ড।
তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যাপল ও স্যামসাং।
গত বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে দেশটির সরকার জানিয়েছে, স্থানীয় উৎপাদকদের উৎসাহিত করতে অবিলম্বে ল্যাপটপ, ট্যাবলেট ও ডেস্কটপ কম্পিউটার আমদানিতে বিধিনিষেধ আরোপ করা হলো। তবে শুধু একটি বৈধ লাইসেন্স থাকলেই এই পণ্যগুলো আমদানির অনুমতি দেয়া হবে।
ভারতের বাজারে ডেল, এসার, স্যামসাং, এলজি, প্যানাসনিক, অ্যাপল, লেনোভো ও এইচপির মতো বড় বড় প্রতিষ্ঠান ল্যাপটপ বিক্রি করে থাকে। যার বড় অংশই আমদানি হয় চীনসহ অন্যান্য দেশে থেকে।
ডিবিটেক/বিএমটি