মেটার মালিকানাধীন জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সম্প্রতি একটি ফিচারের রোলআউট শুরু করেছে বলে শোনা যাচ্ছে। এই ফিচারের সাহায্যে কোনও নতুন ইউজারকে গ্রুপে যুক্ত করা যাবে ওই গ্রুপ চ্যাট না খুলেই।
খবরে বলা হয়, একটি শর্টকাটের মতো কাজ করবে নতুন এই ফিচার। আর তাই নতুন সদস্যকে গ্রুপে যুক্ত করার জন্য গ্রুপ ইনফরমেশন খোলার প্রয়োজন নেই।
ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, গ্রুপ চ্যাটের ক্ষেত্রে হয়তো একটি নতুন অপশন দেখা যাবে। তার মাধ্যমে নতুন ব্যবহারকারীদের ওই গ্রুপে যুক্ত করা যাবে। এর ফলে গ্রুপ চ্যাটে থাকাকালীন সহজে নতুন ইউজারদের বেছে নিয়ে গ্রুপে যুক্ত করা যাবে।
আপাতত হোয়াটসঅ্যাপ বেটা আইওএস সংস্করণে এই ফিচারের রোল আউট শুরু হয়েছে। পরবর্তী সময়ে সব আইওএস ব্যবহারকারীদের জন্য এই ফিচার চালু করা হবে।
ডিবিটেক/বিএমটি