গ্রাহককে না জানিয়ে স্মার্টফোনের মাধ্যমে গোপনে গ্রাহকদের ডেটা সংগ্রহ করে সেগুলোকে বিজ্ঞাপনে ব্যবহার করার দায়ে ফেসবুকের মূল কোম্পানি মেটাকে এক কোটি ৪০ লাখ ডলার জরিমানা করেছে অস্ট্রেলিয়ার একটি আদালত।
সেইসঙ্গে অস্ট্রেলিয়ার ফেডারেল আদালত বুধবার মেটার মালিকানাধীন ফেইসবুক ইজরায়েল এবং বর্তমানে বন্ধ থাকা ওনাভো অ্যাপকে আদেশ দিয়েছে মামলার বাদী অস্ট্রেলিয়ার প্রতিযোগিতা এবং ভোক্তা কমিশনকে (এসিসিসি) মামলার ব্যয়বাবদ দুই লাখ ৭১ হাজার ডলার পরিশোধের। খবর রয়টার্স ও সময়।
২০১৬ সালের মার্কিন নির্বাচনে বিশ্লেষক কোম্পানি কেমব্রিজ অ্যানালিটিকার মাধ্যমে গ্রাহকের ডেটা অপব্যবহারের মতো বড় ধরনের কেলেংকারির অভিযোগ রয়েছে কোম্পানিটির বিরুদ্ধে। সেই তালিকায় অস্ট্রেলিয়ার এই ঘটনাটি নতুন ভাবে যুক্ত হলো বলে মন্তব্য করেছে রয়টার্স।
অস্ট্রেলিয়ায় কেমব্রিজ অ্যানালিটিকার সঙ্গে কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগে দেশটির তথ্য কমিশনারের কার্যালয়ের সঙ্গে একটি মামলা চলমান রয়েছে অস্ট্রেলিয়ার আদালতে।
গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার কথা বলে ২০১৬ সালের শুরু থেকে ২০১৭ সালের শেষ নাগাদ কোম্পানিটি ওনাভো নামের একটি ভিপিএন সার্ভিস প্রদান করে, বলা হয়েছে বুধবারের রায়ে। ভিপিএন ইন্টারনেট ব্যবহারকারীর প্রকৃত অবস্থান বদলে ভিন্ন একটি অবস্থান দেখায়।
নিজেদের বিজ্ঞাপন ব্যবসায় ব্যবহারের জন্য গ্রাহকদের অবস্থান, ব্যবহারের সময় এবং মাত্রা, অন্যান্য অ্যাপ এবং ওয়েবসাইট ব্যবহারের তথ্য সংগ্রহ করে ফেইসবুক এবং ওনাভো -মামলার রায়ে লেখেন বিচারক ওয়েন্ডি আব্রাহাম।
ডিবিটেক/বিএমটি