বিশ্বে স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত রোধে, শিক্ষার মান উন্নয়নে এবং শিশুদের সাইবারবুলিং থেকে রক্ষা করতে এই আহ্বান জানিয়েছে সংস্থাটি। খবর বিবিসি।
ইউনেস্কো বলছে, অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে যে শিক্ষাগত পারফরম্যান্স কমে যায় এবং স্ক্রিন টাইম বেশি হলে শিশুদের মানসিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলে তার প্রমাণ রয়েছে।
জাতিসংঘের এই সংস্থাটি জানিয়েছে, স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধের আহ্বান জানানোর মাধ্যমে তারা একটি স্পষ্ট বার্তা দিতে চায় যে, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ সব ধরনের ডিজিটাল প্রযুক্তিই ‘মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির’ অধীন হওয়া উচিত এবং কখনোই তা শিক্ষকের সঙ্গে মুখোমুখি মিথস্ক্রিয়ার বিকল্প হওয়া উচিত নয়।
উল্লেখ্য, সম্প্রতি নেদারল্যান্ড ঘোষণা করেছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ক্লাসরুমে ফোন, ট্যাবলেট এবং স্মার্টওয়াচ নিষিদ্ধ করা হবে। শিক্ষার্থীদের স্কুলের কাজে মনোনিবেশ করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
ডিবিটেক/বিএমটি