সেমিকন্ডাক্টর উৎপাদনে পরনির্ভরতা কমাতে ও শক্তিশালী হাবে পরিণত হতে উদ্যোগ নিয়েছে বাইডেন প্রশাসন। বিভিন্ন কোম্পানির কারখানা স্থাপন, সেমিকন্ডাক্টর উৎপাদনসহ ভর্তুকি দেয়ার উদ্যোগও নেয়া হয়। দেশটির অ্যারিজোনা অঞ্চলে কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। তবে এ কারখানায় উৎপাদনের সময়সীমা পেছানোর কথা জানিয়েছে কোম্পানিটি, যা বাইডেনের উদ্যোগের জন্য বড় ধাক্কা। খবর বিবিসি ও বণিকবার্তা।
কোম্পানিটি জানায়, আগামী বছর থেকে চিপ উৎপাদন শুরুর কোনো সম্ভাবনা নেই। মূলত দক্ষ কর্মী না থাকায় এমন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে টিএসএমসিকে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে চিপ বা সেমিকন্ডাক্টর উৎপাদন বাড়াতে পরিকল্পনা গ্রহণ করেছে দ্য হোয়াইট হাউজ। বর্তমানে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে প্রযুক্তি খাত নিয়ে দ্বৈরথ চলছে। এর মধ্যেই কারখানা স্থাপন ও উৎপাদন কার্যক্রম পেছানোর বিষয়টি প্রকাশ্যে এল। সম্প্রতি টিএসএমসির শেয়ার মূল্য ৩ শতাংশ কমেছে।
চীনের সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের বিরোধ চলছে। যার অংশ হিসেবে চীনের চিপ উৎপাদন খাতের প্রবৃদ্ধি রোধে বিভিন্ন যন্ত্রাংশ ও প্রযুক্তি রফতানি নিষিদ্ধ করেছে বাইডেন প্রশাসন। একই সময়ে যুক্তরাষ্ট্রের চিপ খাতকে পুনরুজ্জীবিত করতে কয়েক হাজার কোটি ডলার বিনিয়োগের কথা জানিয়েছে ও করেছে।
ডিবিটেক/বিএমটি