চলমান হংকং প্রতিরোধের বিষয়ে অসত্য তথ্য শেয়ার করার কারণে ইউটিউবের অন্তত ২১০টি চ্যানেল বন্ধ করে দিয়েছে গুগল। এই উদ্যোগের ধারাবাহিকতা থাকবে বলেও জানানো হয়েছে। খবর বিবিসি।
গুগল জানিয়েছে, কোঅর্ডিনেটেড ইনফ্লুয়েন্স অপারেশনের বিরুদ্ধে আমাদের চলমান উদ্যোগের ধারাবাহিকতায় আমরা ২১০টি চ্যানেল বন্ধ করে দিয়েছি। কারণ আমরা দেখতে পেয়েছি ঐসব চ্যানেল চলমান হংকং প্রতিরোধে প্রভাবিত করে এমন ভিডিও আপলোড করছে।
এই ইস্যুতে ইতিমধ্যে ফেসবুক এবং টুইটারও বেশ কিছু অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। একটি রাষ্ট্র এসব অ্যাকাউন্টের পিছনে ছিলো বলে সকল প্লাটফর্মই জানিয়েছে দিয়েছে। তবে এটি যে চীন কিংবা অন্য কোনো রাষ্ট্র সেটি উল্লেখ করেনি।
ইতিমধ্যে টুইটার জানিয়েছে দিয়েছে সরকারি অর্থায়নে এবং সম্পাদনায় কোনোর ব্রডকাস্টারের বিজ্ঞাপন প্রদর্শন করা হবে না।
ডিবিটেক/বিএমটি