উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ১৩২টি নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়েছে মাইক্রোসফট। এর মধ্যে ৩৭টি কাজে লাগিয়ে দূর থেকে সাইবার হামলা চালানো সম্ভব আর ৯টি খুবই ভয়ংকর। এসব ত্রুটি কাজে লাগিয়ে সাইবার হামলার আশঙ্কা থাকায় উইন্ডোজের জন্য জরুরি নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করেছে মাইক্রোসফট।
নিরাপত্তা প্যাচ উন্মুক্তের আগেই ১৩২টি ত্রুটির মধ্যে ৬টি কাজে লাগিয়ে সাইবার হামলা চালিয়েছেন রাশিয়ার রমকম গ্রুপের হ্যাকাররা। এর মধ্যে একটি জিরো ডে নিরাপত্তা ত্রুটিও রয়েছে যা কাজে লাগিয়ে ‘এমএসএইচটিএমএল’ পদ্ধতিতে ভুয়া কোড যুক্ত করে উইন্ডোজ এরর রিপোর্টিং সেবাকে নিয়ন্ত্রণ করা সম্ভব।
তবে নতুন এ নিরাপত্তা প্যাচে আরসিই নামের একটি ত্রুটির সমাধান করা হয়নি। এর ফলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে সাইবার হামলার আশঙ্কা পুরোপুরি দূর করা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রসঙ্গত, জিরো ডে নিরাপত্তা ত্রুটি মূলত সফটওয়্যারের দুর্বলতা। নিজেদের তৈরি সফটওয়্যারে ত্রুটি শনাক্ত হলে দ্রুত সমাধান করে নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করে বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু প্যাচ উন্মুক্তের আগে হ্যাকাররা যদি সেই ত্রুটি ব্যবহার করতে পারেন, তখন সেটিকে জিরো ডে নিরাপত্তা ত্রুটি বলা হয়।