কবে চাঁদের উদ্দেশে উড়ে যাবে চন্দ্রযান-৩, জানিয়ে দিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। জানানো হয়েছে, মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে ১৪ জুলাই।
ইসরো জানিয়েছে, শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের সবচেয়ে ভারী লঞ্চ ভেহিকেল থেকে ওইদিন দুপুর ২.৩৫ মিনিটে রওনা দেবে চন্দ্রযান-৩। এর আগে ইসরো জানিয়েছিল, ১৩ জুলাই পাড়ি দেবে যানটি। এবার জানা গেল, সেদিন নয়, পরের দিন যাত্রা শুরু।
উল্লেখ্য, এই মিশনটির জন্য খরচ হচ্ছে মোট ৬১৫ কোটি রূপি। এই মিশনটি শুধু যে ভারতের জন্য গুরুত্বপূর্ণ তা নয়। এর ওপর নজর আছে গোটা বিশ্বের বৈজ্ঞানিক সংস্থাগুলোর। কারণ আগের অভিযানগুলো থেকে পাওয়া তথ্য এবং এই অভিযানের তথ্য পরবর্তী গবেষণায় সাহায্য করবে। এই মিশনের গুরুত্বপূর্ণ সংযোজন হল শেপ প্রযুক্তি। যা চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীর ছবি ও অন্যান্য মূল্যবান তথ্য সরবরাহ করবে বিজ্ঞানীদের।
২০১৯ সালে চাঁদে নামার লক্ষ্যে রওনা দিয়েছিল চন্দ্রযান-২। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। এবার নতুন করে আশায় বুক বাঁধছে ইসরো। পুরনো ব্যর্থতার রেশ মুছে নতুন করে সাফল্যের স্বপ্ন দেখছেন বিজ্ঞানীরা।
ডিবিটেক/বিএমটি