দীর্ঘ ২৫ বছর ধারাবাহিকভাবে সেবা দেয়ার পর বন্ধ হচ্ছে বিশ্বের সবচেয়ে পুরাতন ওয়েবক্যাম। ১৯৯৪ সালে ‘দ্য ফগম্যান’ নামের এই ক্যামেরা সানফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে আবহাওয়ার পরিবর্তন দেখার জন্য বসানো হয়েছিলো। খবর বিবিসি।
প্রায় নিরবিচ্ছিন্নভাবে ওয়েবক্যামটি ব্রডকাস্ট করেছে। মাঝে মধ্যে নিয়মিত ব্যবস্থাপনা ও বিভিন্ন সময়ে যথাযথ দৃশ্য দেখার জন্য সেটি জায়গা পরিবর্তনের সময় ছাড়া তেমন বন্ধ থাকেনি।
ক্যামেরাটি প্রতিস্থাপনকারী জেফ সেওয়ার্টস এবং ড্যান ওং জানিয়েছেন, বর্তমানে ওয়েবক্যামটি ব্যবহারের জন্য ভালো জায়গা না থাকায় সেটি বন্ধ করে দেয়া হবে। আগামী ৩০ আগস্ট ওয়েবক্যামটি পুরোপুরিভাবে অফলাইনে চলে যাবে।
ফগম্যান বন্ধ হলেও যে ওয়েবসাইটটির মাধ্যমে এর দৃশ্য প্রদর্শন করা হতো সেটি চলমান থাকবে বলে জানানো হয়।
ডিবিটেক/বিএমটি