অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য গুগল প্লে স্টোরের নতুন সংস্করণ (৩৬.৩.১২) প্রকাশ করেছে গুগল। পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর কাছে এ সংস্করণ পৌঁছে যাবে বলে জানিয়েছে প্রযুক্তি জায়ান্টটি। তবে নতুন সংস্করণে চেঞ্জলগে কোনো পরিবর্তন আনা হয়নি। খবর গিজমোচায়না।
নতুন সংস্করণটি ব্যবহারকারীদের জুন ২০২৩ গুগল সিস্টেম আপডেটের বিষয়ে ধারণা দেবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে। হালনাগাদ সংস্করণের প্লে স্টোরের ফাইল সাইজ ২১ দশমিক ৮১ মেগাবাইট। অ্যান্ড্রয়েড ১০ ও তার পরবর্তী ভার্সন পরিচালিত ডিভাইসগুলোয় এটি ইনস্টল হবে ও ব্যবহার করা যাবে।
স্বয়ংক্রিয়ভাবে সব ব্যবহারকারীর ডিভাইসে এটি ইনস্টল হয়ে যাবে। তবে যে কেউ চাইলে ম্যানুয়ালি এপিকে ডাউনলোড করে নিতে পারবে।
ডিবিটেক/বিএমটি