আগামী ২১ আগস্ট থেকে অনলাইন স্ট্রিমিং সেবা নেটফ্লিক্স-এ সম্প্রচারিত হবে সাবেক মার্কি প্রেসিডেন্ট বারাক ওবামা’র প্রথম ছবি ‘আমেরিকান ফ্যাক্টরি’। ছবিটি নির্মাণে তার সঙ্গ রয়েছে সহধর্মিনী মিশেল ওবামাও। ওহাইও রাজ্যে ছয় বছর বন্ধ থাকার পর জেনারেল মটরস ফ্যাক্টরিটি কিনে নে চীনা ব্যবসায়ী প্রতিষ্ঠান ফুইও গ্লাস ইন্ডাস্ট্রি। এরপর এই কারাখানার কর্মীদের কী পরিস্থিতি দাঁড়ায় তাই তুলে ধরা হয়েছে ছবিটিতে।
দেখানো হয়েছে, কিভাবে চীনা মালিকের অধীনে কারখানার কর্মীরা হয়রানির শিকার হন তার প্রামাণ্য চিত্র। সপ্তাহে ৬ থেকে ৭ দিনই কাজ করা, কম মজুরি দেওয়া ও বিরতীহিনভাবে কাজ করতে বাধ্য করার বিষয়গুলো তুলে ধরা হয়েছে ‘আমেরিকান ফ্যাক্টরি’ ছবিতে।
প্রসঙ্গত, ২০১৭ সালে ক্ষমতা ছাড়ার পর নেটফ্লিক্সের জন্য অনুষ্ঠান বানানোর ঘোষণা দিয়েছিলেন বারাক ওবামা। এরপর গত বছরের মে মাসে ঘোষণা দিয়েছিলেন ‘হাইয়ার গ্রাউন্ড’ নামের একটি মিডিয়া কোম্পানি গঠনে। সেই হায়ার গ্রাউন্ডের ব্যানারে আমেরিকান ফ্যাক্টরি’র ট্রেইলার নিয়ে হাজির হলেন প্রযোজক বারাক ওবামা।
ছবিটি পরিচালনা করেন অস্কার মনোনীত পরিচালক স্টিভেন বঙ্গার ও জুলিয়া রেইচার্ট।