অনলাইনে টাকা লেনদেনে ভারতের বাজার কাঁপাচ্ছে ফোন পে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে। এবার সেখানে অর্থ লেনদেনের বাজারে নামতে চলেছে অ্যাপল। ভারতের বাজারে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি জায়ান্টটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে তাদের পেমেন্ট সেবা ‘অ্যাপল পে’।
অ্যাপল দীর্ঘ দিন ধরে ভারতে অ্যাপল পে নামে তাদের পেমেন্ট ফিচার চালু করার অপেক্ষায় রয়েছে। জিএসএম এরিনার তথ্য অনুযায়ী, অ্যাপল স্থানীয় নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করতে চাইছে। বিশেষ করে দেশের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার বিশেষ শাখা এনপিসিআই’ এর সঙ্গে।
সংবাদ সংস্থা এএনআই-এর মতে, টিম কুক অ্যাপল পে-এর একটি স্থানীয় সংস্করণ নিয়ে আলোচনা করতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেছেন। ‘অ্যাপল পে’র গ্রাহকরা কিউআর কোড স্ক্যান করতে এবং তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার না করে ইউপিআই লেনদেন করতে পারবেন। পাশাপাশি ব্যবহারকারীদের ফেস আইডি’র বৈশিষ্ট্য ব্যবহার করে ইউপিআই লেনদেন করার সুবিধা দিতে চায় অ্যাপল।
ডিবিটেক/বিএমটি