সফটওয়্যার প্রতিষ্ঠান ওরাকল শতাধিক কর্মী ছাঁটাই করছে। চাকরির চুক্তি বাতিল করে স্বাস্থ্য ইউনিটের পদগুলো বিলুপ্ত ঘোষণা করেছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তিন ব্যক্তির বরাত দিয়ে এই খবর জানিয়েছে মার্কিন মিডিয়া কোম্পানি ইনসাইডার। খবর রয়টার্স।
কর্মী ছাঁটাইয়ের প্রধান কারণ হিসেবে ভূমিকা পালন করেছে চলমান মূল্যস্ফীতি ও ব্যাংকঋণে সুদহার বেড়ে যাওয়া।
চলতি বছরের প্রথম পাঁচ মাসে ৭৪৯টি প্রযুক্তি কোম্পানি থেকে মোট ২ লাখ ২ হাজার ৩৯৯ জন কর্মী চাকরি হারিয়েছেন। বিপুল পরিমাণ এ ছাঁটাইয়ের বেশির ভাগ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো থেকে। রয়েছে গুগলের প্যারেন্ট প্রতিষ্ঠান অ্যালফাবেট, ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা, ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ও মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান।
প্রতিবেদনে জানানো হয়েছে, ছাঁটাই করা কর্মচারীরা ছাঁটাই-পরবর্তী চার সপ্তাহের জন্য ক্ষতিপূরণ ভাতা পাবেন। পাশাপাশি প্রতি বছর সার্ভিসের জন্য এক সপ্তাহ বাড়তি ভাতাও পাবেন।
ডিবিটেক/বিএমটি