গত ৭ ফেব্রুয়ারি নিজস্ব সার্চ ইঞ্জিন বিং-এ চ্যাটজিপিটি যুক্ত করে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠান মাইক্রোসফট। ফলে সার্চ ইঞ্জিনটির মাধ্যমে ইন্টারনেটে তথ্য খোঁজের পাশাপাশি বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবটের সাহায্য নিতে পারছেন ব্যবহারকারীরা। চ্যাটবটটিতে এবার ভয়েস চ্যাটের সুবিধা চালু করেছে মাইক্রোসফট। খবর ইন্ডিপেনডেন্ট।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, চ্যাটজিপিটির প্রযুক্তি বিং-এর নতুন সংস্করণে যুক্ত হওয়ার পর সার্চ ইঞ্জিনটির দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি। ব্যবহারকারী ধরে রাখতে নিয়মিতই এই চ্যাটবটে বিভিন্ন সুবিধা যুক্ত করছে মাইক্রোসফট। এরই ধারাবাহিকতায় এবার ভয়েস চ্যাটের সুবিধা চালু করা হয়েছে এতে।
ভয়েস চ্যাটের ফিচারটি ইংরেজি, জাপানি, ফ্রেঞ্চ, জার্মান ও ম্যান্ডারিন ভাষা সমর্থন করছে। তবে মাইক্রোসফ্ট জানিয়েছে, শিগগিরই আরও নতুন নতুন ভাষা সমর্থন করবে এটি।
ডিবিটেক/বিএমটি