মাত্র এক সপ্তাহে প্রায় ২৮০ কোটি ডলার মূল্যের শেয়ার বিক্রি করেছেন অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোস। শুধুমাত্র গত বৃহস্পতি ও শুক্রবার এই দুই দিনে ৯৯ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন তিনি। খবর রয়টার্স।
সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের দেয়া তথ্যমতে, জুলাইয়ের শেষ তিন দিনে বেজোস ১৮০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছিলেন। যার ফলে দেখা যাচ্ছে তিনি দ্রুতই তার শেয়ার বিক্রি করে চলেছেন।
বেজোসের শেয়ার বিক্রির বিষয়ে অ্যামাজনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
পূর্বেই ঘোষিত ১০বি৫-১ ট্রেডিং পরিকল্পনা বাস্তবায়নের জন্যই বেজোস এই উদ্যোগ নিয়েছেন। বেজোস বলেছিলেন তার রকেট কোম্পানি ব্লু অরিজিনের ফান্ডের জন্য তিনি প্রতিবছর অ্যামাজন থেকে ১০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করবেন।
ডিবিটেক/বিএমটি