গত ২২ জুলাই চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেয় ভারতের মহাকাশযান চন্দ্রযান-২। এরই মধ্যে পৃথিবীর কক্ষপথের চতুর্থ স্তরটি অতিক্রম করেছে যানটি। গত শনিবার রাত ১১টার দিকে পৃথিবীর ছবি তুলে ইসরোকে পাঠিয়েছে চন্দ্রযানটি। খবর এনডিটিভি।
ইসরোর চেয়ারম্যান কে সিভান জানান, মহাকাশযানটিতে বসানো এআই৪ ক্যামেরা পৃথিবী থেকে ৫০০০ কিলোমিটার দূর থেকে পৃথিবীর ছবিগুলো তুলেছে। এই ছবিতে আমেরিকান মহাদেশ এবং প্রশান্ত মহাসাগরের কিছু অংশ দেখা যাচ্ছে। ছবিগুলো স্বচ্ছ পরিস্কার এবং মহাকাশযানটি স্বাভাবিক রয়েছে।
আগামী মঙ্গলবার দুপুরে পৃথিবীর কক্ষপথের পঞ্চম স্তরটি অতিক্রম করে চাঁদের দিকে এগিয়ে যাবে ১৪ আগস্ট। ২০ আগস্টের মধ্যে তা চাঁদের অভিকর্ষজ এলাকার মধ্যে ঢুকে পড়বে। সবশেষে আগামী ৭ সেপ্টেম্বর চাঁদে অবতরণ করার কথা চন্দ্রযানের।
উল্লেখ্য, হাজার কোটি টাকার চন্দ্রযান-২ ভারতের দ্বিতীয় চন্দ্রাভিযান। এর আগের অভিযানে ভারতের সঙ্গে আমেরিকা, ব্রিটেন ও ইউরোপিয়ান স্পেস এজেন্সিও ছিলো।
ডিবিটেক/বিএমটি