ওয়ালমার্ট ইনকর্পোরেশনের মালিকানাধীন ভারতীয় ই-কমার্স প্লাটফর্ম ফ্লিপকার্ট তার গ্রাহকদের জন্য বিনামূল্যে সিনেমা ও ভিডিও দেখার সুযোগ দিতে যাচ্ছে। চলতি মাসেই ফ্লিপকার্টের ১৬ কোটি গ্রাহক এই সুবিধা পাবেন। বিশেষ করে ছোট শহরগুলোতে গ্রাহক বাড়াতে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
ফ্লিপকার্টের একজন মুখপাত্র রয়টার্সকে জানান, ইন্টারনেটে অধিকাংশ গ্রাহকের প্রথম পছন্দ ভিডিও কনটেন্ট দেখা। গবেষণা বলছে, ভিডিও কনটেন্ট ও বিনোদন গ্রাহকদের অনলাইনে আসা এবং ই-কমার্সের অভিজ্ঞতা নেয়ার মধ্যে দূরত্ব দূর করতে প্রধান ভূমিকা পালন করে।
বেঙ্গালুরুভিত্তিক ফ্লিপকার্ট জানিয়েছে, নিজস্ব অ্যাপের মাধ্যমে গ্রাহকদের সিনেমা, ছোট ভিডিও এবং ওয়েব সিরিজ দেখার সুযোগ দেয়া হবে। তবে এখনই অরিজিনাল কনটেন্ট তৈরিতে বিনিয়োগ করছে না কোম্পানিটি।
ভারতে অ্যামাজনের বড় প্রতিদ্বন্দী হিসেবে কাজ করছে ফ্লিপকার্ট। অ্যামাজনের প্রাইম ভিডিও সেবা গ্রাহকদের কাছ থেকে ফি নিলেও ফ্লিপকার্ট সেটি করবে না। এছাড়া এর জন্য আলাদা অ্যাপ্লিকেশন তৈরিরও পরিকল্পনা নেই বলে জানান ঐ মুখপাত্র।
তিনি আরও বলেন, আমরা সম্প্রতি এক শতাংশ গ্রাহকদের কাছে সেবাটি পরীক্ষামূলকভাবে চালু করেছি। আগামী ২০ দিনের মধ্যে শতভাগ গ্রাহক এই সেবা পাবেন।
ডিবিটেক/বিএমটি