মাত্র ৫ মিনিটে ৭০টি কঠিন গাণিতিক সমস্যা সমাধান করে উম্মে নাবিহা ইবনাথসহ ৬৩জন পেয়েছে ৭০ নম্বর।
আলোহা বাংলাদেশ আয়োজিত ১৫তম জাতীয় পর্যায়ের মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতায় গ্র্যান্ডচ্যাম্পিয়ন হয়ে তারা পেয়েছেন মালয়েশিয়ার টিকিট। গণিতের এ প্রতিযোগিতায় সিনিয়র ও জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে ৭২ জন। এ দুই ক্যাটাগরিতে প্রথম রানার্সআপ ৭১ এবং দ্বিতীয় রানারআপ ৬০ জন।
মোট ২টি ব্যাচে প্রায় এক হাজার ৬০০শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। শুক্রবার এদের মধ্যে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় সম্মানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলোহা মেন্টাল অ্যারিথমেটিকের ফাউন্ডার লোহ মুন সাগু। বিশেষ অতিথি ছিলেন আলোহা ইন্টারন্যাশনাল ডিরেক্টর কিরণ মাতওয়ানি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলোহা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হায়দার চৌধুরী, চেয়ারম্যান সাইফুল করিম এবং ডিরেক্টর মো. শামসুদ্দিন টিপু।