আগামী এপ্রিলে ১৮ বছরে পা রাখবে জনপ্রিয় টেলিভিশন সিরিজ সিসিমপুরে। টেলিভিশন, ইউটিউব ছাড়াও এরইমধ্যে দেশের ২৫০টি স্কুলে পৌঁছে গেছে। সম্প্রতি সিসিমপুরের নতুন মৌসুম, সিজন-১৫ শুরু হয়েছে। নতুন এই মৌসুমে হালুম, টুকটুকি, ইকরি ও শিকু হাজির হয়েছে নতুন বন্ধু জুলিয়া।
এবার ইন্টারনেট ও মোবাইল ব্যবহার নিয়ে অভিভাবকদের সচেতন করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে প্রকাশ করলো নতুন একটি প্রকাশনা।
বইমেলার শিশু প্রহরে শুক্রবার আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হলো ইন্টারনেটের প্যারেন্টাল গাইড লাইন নিয়ে একটি প্রকাশনা। মোড়ক উন্মোচন করেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দ সিকদার। এসময় আরো উপস্থিত ছিলেন বিটিআরসি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ, সিসিমপুর বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ শাহ আলম ও ক্রিয়েটিভ বিভাগের পরিচালক নাসরিন আক্তার।
অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান জানান, সবার জন্য এই প্রকাশনাটি বিনামূল্যে সরবরাহ করা হবে বইমেলাতে। বইটিতে শিশুরা যখন ইন্টারনেট ব্যবহার করবে তখন কীভাবে সচেতন থাকবে সে বিষয় তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, আমরা আশা করি অভিভাবকরা বইটি শিশুদের পড়ে পড়ে শোনাবেন এবং নিজেরাও সচেতনতা অবলম্বন করবেন। এটি ছাড়াও বাংলা একাডেমী থেকে আমার লেখা একটি বই আছে। সেটির নাম শিশু-কিশোরদের ইন্টারনেট ব্যবহারের সচেতনতা এবং সাইবার নিরাপত্তা।
বক্তব্যে বিটিআরসি মহাপরিচালক বলেন, আমাদের ছোট বেলায় ছুটির ঘণ্টা সিনেমায় একটা গান ছিলো- আমাদের দেশটা স্বপ্নপুরী, আমার মনে হচ্ছে, আজকের সিসিমপুরটাই হচ্ছে সেই স্বপ্নপুরী। আমাদের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। আমরা তাদের ভবিষ্যত নিরাপদ করতে চাই।
সিসিমপুরে নির্মাতা প্রতিষ্ঠান সিসিমপুর বাংলাদেশের প্রোগ্রাম ও বিজনেস ডেভলপমেন্ট পরিচালক আবু সাইফ আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠানে শিশু বন্ধু হালুম, টুকটুকি, ইকরি ও শিকু। তারা নেচে গেয়ে নিরাপদ ইন্টারনেট সচেতনতায় শিশুদের আনন্দ দেয়।
অমর একুশে বইমেলার শেখ রাসেল শিশু চত্বরের সিসিমপুর প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে জানানো হয়, ম্যানুয়েলটি সিসিমপুরের বুক স্টল ছাড়াও বিভিন্ন স্কুলে বিতরণ করা হবে। একইসঙ্গে শিগগিরই এটি সিসিমপুরে অ্যাপ ও বিটিআরসি’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে।