লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের অধীনে ঢাকা বিভাগের ৩১৮ জন ফ্রিল্যান্সারের হাতে একটি করে ল্যাপটপ উপহার দিলো আইসিটি বিভাগ। একইসঙ্গে সবাইকে দেয়া হলো সনদ ও পরিচয়পত্র। বুধবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের সম্মেলন কেন্দ্রে ইন্টারনেটের শক্তিতে ঘরে বসে আয় করা ১০ সফল ফ্রিল্যান্সারের হাতে সনদ তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে একজন ফ্রিল্যান্সার নিজের মেধা খাটিয়ে আয় করার সঙ্গে সরকারের অবদান নিয়ে উত্থাপিত সমালোচকদের উদ্দেশে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ঘরে ঘরে ইন্টারনেট ও বিদ্যুৎ যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছে না দিতেন তাহলে ঘরে বসেই ফ্রিল্যান্সিং করার সুযোগ হতো না। সুলভ মূল্যে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পৌছে দিয়েছেন তিনি। আইসিটি উপদেষ্টার নির্দেশনায় ধাপে ধাপে নানা পদক্ষেপের কারণে এটা সম্ভব হয়েছে। এখন সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার তৈরি হয়েছে ইন্টারনেটে সুযোগ সৃষ্টি করে দিয়ে প্রত্যেক ফ্রিল্যান্সারের জীবনে অবদান রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের পরিচয় সঙ্কটও দূর করেছেন তিনি। তাদের বৈদেশিক মুদ্রা আয়ে ৪ শতাংশ ক্যাশ ইনসেন্টিভ দিয়েছেন।
চতুর্থ শিল্প বিপ্লবের পরিবর্তনের ঢেউ-এ চাকরির ধ্যান-ধারণা দ্রুত পরিবর্তন হচ্ছে উল্লেখ করে গুগল’র চ্যাট জিপিটি ব্যবহারের অভিজ্ঞতা নিয়ে নিজের শঙ্কার কথাও তুলে ধরেন পলক। একইসঙ্গে ফ্রিল্যান্সারদের যোগ্যতা আপডেট করার পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, গতানুগতিক ধারণায় একটি বিষয়ে পড়ে সারা বছর সেই জ্ঞান দিয়েই চাকরি করবো। কিন্তু এই প্রচলিত ধ্যান ধারণার আমূল পরিবর্তন হয়েছে। গতকাল যারা সিইসি থেকে স্নাতক বা স্নাতকত্তর অর্জনের পর কর্মজীবনে প্রবেশের সময় এআই ছোট্ট একটি পার্ট হয়ে থাকলেও আজ তা মেজর পার্টে পরিণত হয়েছে। গতকাল থেকে ইলন মাস্কের ওপেন এআই চ্যাটজিপিটি ব্যবহার শুরু করেছি। আমি আশ্চর্য হচ্ছি। কিছু ক্ষেত্রে ভয়ও পাচ্ছি, যেভাবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স রুটিন ওয়ার্কগুলো করতে সক্ষম হচ্ছে তাতে আমাদের প্রতিদিনের কাজগুলো আগামীতে রোবটরাই করবে। তাই পরিবর্তীত বিশ্বের কাজ বিষয়ে আমাদের দক্ষতা-যোগ্যাতা অর্জন করতে হবে। এমন চারটি দক্ষতার বিষয়ে আমাদের আইসিটি উপদেষ্টা পরামর্শ দিয়েছেন। এগুলো হলো-এআই, রোবটিকস, মাইক্রো ন্যানোচিপ ডিজাইনিং ও সাইবার সিকিউরিটি। তাই আপনাদের দক্ষতাগুলোকে রিস্কিলিং ও আপস্কিলিং করতে হবে।
এছাড়াও ফ্রিল্যান্সারদের উদ্যোক্তা হয়ে কোটি মানুষের কর্মক্ষেত্র তৈরিতে আহ্বান জানান পলক।
৩১৮ সফল ফ্রিল্যান্সারকে ল্যাপটপ উপহার
আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম, ঢাকার জেলার অতিরিক্ত প্রশাসক মমতাজ বেগম এবং মোহাম্মাদ হুমায়ুন কবির।
অতিথিদের পাশাপাশি সাদিয়া সিদ্দিক ও ডলার নামের দুইজন সফল ফ্রিল্যান্সার তাদের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন অনুষ্ঠানে।
অনুষ্ঠানে জানানো হয়, ২০১৪ সালে নেয়া লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের অধীনে ২ হাজার ব্যাচে ৮০ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এরাই মুক্তপেশাজীবি জীবনে প্রবেশ করে বৈদেশিক মুদ্রা আয় করছে। আজ ঢাকা বিভাগের সফল ফ্রিল্যান্সারদের হাতে একটি করে ল্যাপটপ উপহার দেয়া হলেও আগামীতে বাকিদের একই উপহার দেয়া হবে।