সরকারি ক্রয়ে স্বচ্ছতার মাধ্যমে দেশে টেকসই উন্নয়ন নিশ্চিতে সংশ্লিস্টদের সক্রিয় অংশগ্রহন বৃদ্ধি করতে একটি ই-জিপি (ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট) সচেতনতামূলক কর্মশালা আজ সোমবার (২৬ ডিসেম্বর, ২০২২) জামালপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) এ কর্মশালার আয়োজন করে।
বিশ্বব্যাংকের অর্থায়নে সিপিটিইউর ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্টের (ডিআইএমএপিপি) আওতায় অনুষ্ঠিত কর্মশালা বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামের (বিসিসিপি) সহায়তায় আয়োজন করা হয়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সিপিটিইউ আইএমইডি পরিচালক (যুগ্ম সচিব) মোঃ আকনুর রহমান কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জামালপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শ্রাবস্তী রায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আনোয়ার, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, জামালপুর প্রেসক্লাব সভাপতি হাফিজ রায়হান, জামালপুর জিলা প্রেসক্লাব সভাপতি মো. ফজলে এলাহি মাকাম, উপস্থিত ছিলেন।
ডা. জিনাত সুলতানা, প্রোগ্রাম ডিরেক্টর, বিসিসিপি স্বাগত বক্তব্য রাখেন এবং ই-জিপি সম্পর্কে একটি উপস্থাপনা করেন। তিনি সিটিজেন পোর্টাল এবং সকল স্তরের মানুষের জন্য এর কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিসিসিপি-র প্রোগ্রাম ম্যানেজার, মো: আবদুস সালাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় ক্রয়কারী সংস্থা, দরপত্রদাতা এবং সাংবাদিক সহ মোট ৭৫ জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন।
জনগণের অর্থের র্সব্বোত্তম ব্যবহার নিশ্চিতকল্পে সরকারি ক্রয়ে ব্যাপক ডিজিটাইজেশনের উদ্দেশ্যে সিপিটিইউ নানাবিধ পদ্ধতি ই-জিপি সিস্টেমে অর্ন্তভূক্ত করেছে সেসবের উল্লেখ করে মোঃ আকনুর রহমান এসবের যথাযথ প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন ।
ই-জিপি বিষয়ক উপস্থাপনায় দেশের উন্নয়ন কাজের অগ্রগতি বিষয়ে সার্বিক ধারণা পেতে এবং উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিতে সিটিজেন র্পোটালের মাধ্যমে সরাসরি তদারকির জন্য জনগণেকে সক্রিয় ও কার্যকরভাবে সম্পৃক্ত করতে ই-জিপি র্পোটালের পাশাপাশি সিটিজেন র্পোটালকেও আরো ব্যাপকভাবে সবার কাছে তুলে ধরার উপর জোর দেয়া হয় ।