পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রযুক্তির কারিগর তৈরির মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদেরকে প্রযুক্তির প্রকৌশলী হবার সুযোগ সৃষ্টির দাবি জানিয়েছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি ও শেরপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন আহমেদ। এই দাবিতে আগামী ২০ নভেম্বর শাহবাগের জনসমাবেশ, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচি দিয়েছে সংগঠনটি।
ঢাকাস্থ শেরপুর জেলা সমাজকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে শুক্রবার শেরপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের আট দফা দাবি নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমানে দেশের উন্নয়নের জোয়ারে যখন সব জেলা ভাসছে তখন সবচাইতে অবহেলিত জেলার নাম শেরপুর জেলা। আমাদের দাবিগুলির মধ্যে পরিষ্কার বোঝা যায় যে এই জেলায় কিছু নাই। আমরা চেয়েছিলাম আইটি পার্ক, বা একটি ইন্ডাস্ট্রিয়াল জোন; যেখানে আইটি ভিত্তিক এবং কৃষি প্রযুক্তি শিল্প গড়ে উঠবে। সেই সাথে আরো চেয়েছিলাম একটি যোগাযোগ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কিন্তু দু’দিন আগে আমরা দেখলাম মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী শেরপুরে গিয়ে আইটি ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। দুঃখের সাথে বলতে চাই, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রযুক্তির কারিগর তৈরির মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদেরকে প্রযুক্তির প্রকৌশলী হবার সুযোগ দিবেন।
সভায় অন্যেন্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ খান সফিক, মোছাঃ নাহার নিপু, মোঃ চান মিয়া সরকার,
মোঃ সুমন, মোঃ ফরহাদ সরকার, মোঃ আনোয়ার, মোঃ আবুল হাসেম, মোঃ জাকির, মোঃ নূর আলম মন্ডল
মোঃ জাকেরিয়া, মোঃ নয়ন, মোঃ সফিক ও মোঃ মেজবাউল হক সোহেল।