দ্বাদশ জাতী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বধীন সরকার আবারো বিজয়ী হলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে ঘরে বসে আইটি ফ্রিল্যান্সার, আইটি উদ্যোক্তা হয়ে আত্মকর্মসংস্থান গড়ে তোলার ব্যবস্থা নেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেছেন, তথ্যপ্রযুক্তিতে দক্ষ প্রজন্ম গড়ে তুলতে প্রধামন্ত্রী শেখ হাসিনা গত ১৩ বছরে তের হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করেছেন শেখ রাসেলের জন্মদিনে আগামী ১৮ অক্টোবর সারাদেশে চালু হচ্ছে আরও পাঁচ হাজার আইসিটি ল্যাব। ল্যাবগুলো থেকে আধুনিক প্রযুক্তি জ্ঞান লাভ করবে শিক্ষার্থীরা। পাশাপাশি তিনশ’ শেখ রাসেল স্কুল অব ফিউচার উদ্বোধন করা হবে। এর ফলে ভবিষ্যত প্রজন্ম দক্ষ মানবসম্পদে পরিণত হবে। বিশেষ করে সবচেয়ে বেশি উপকৃত হবে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জে রঘুনাথপুর মহাবিদ্যালয় মাঠে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পলক বলেন, শিক্ষিত বেকারদের জন্য দেশজুড়ে তৈরি করা হচ্ছে আইটি পার্ক। ইতোমধ্যেই তথ্যপ্রযক্তিতে প্রশিক্ষণ নিয়ে প্রযুক্তি শিল্পে সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার কাজ করছে। ঘরে বসে বিভিন্ন সেবা রফতানি করে এ খাতে বছরে ১ বিলিয়ন ডলার আয় হচ্ছে। দেড় বিলিয়ন ডলার আয় হচ্ছে সফটওয়্যার ও বিপিও খাত থেকে। আশা করছি, ২০২৫ সাল নাগাদ ৩০ লাখ তরুণ-তরুণীর জন্য কর্মসংস্থান সৃষ্টি করবো।
জনতার এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দিনাজপুরের নবাবগঞ্জের যেই এলাকার স্কুল এবং কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান হয়নি, সেগুলো আমি সজীব ওয়াজেদ জয় ভাইয়ের পক্ষ থেকে অনতিবিলম্বে প্রতিষ্ঠা করার চেষ্টা করবো। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে ফাইবার অপটিক্যাল ক্যাবল চলে গেছে, সংযোগের মাধ্যমে আপনাদের ৪টিসহ সারা বাংলাদেশে ৪৯৬টি উপজেলাসহ মোট ৫৫৫টি জয় ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট সেন্টার আমরা স্থাপন করবো যাতে আমাদের শিক্ষিত তরুণ-তরুণীদের আর ঢাকামুখী হতে না হয়। বিদেশমুখী না হয়।
অনুষ্ঠানের উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে সাধারণ জনগণের প্রশ্নের উত্তর দেন দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক। দেশজুড়ে ৩০০ সংসদীয় আসনের জন্য শুরু হওয়া এই অনুষ্ঠানে পর্যবেক্ষকের ভূমিকায় রয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। পর্যবেক্ষক হিসেবে এসময় তার সঙ্গে ছিলেন রংপুর-২ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। মতবিনিময় সভা শেষে তিনি রঘুনাথপুর মহাবিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন। এরপর রাতে নিজ নির্বাচনী এলাকা সিংড়ার সর্বস্তরের জনসাধারণের সাথে ”জনতার মুখোমুখি ” হন এই জনপ্রতিনিধি।