এবার রাজধানীর লোকালবাসে চলাচলের জন্যও চালু হচ্ছে ই-টিকিট ব্যবস্থা। আগামী ২০ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে এই সেবাটি। সুবিধাটি মিলবে রাজধানীতে চলমান প্রজাপতি পরিবহন, পরিস্থান পরিবহন, অছিম পরিবহন, নূর-ই মক্কা পরিবহন ও বসুমতিসহ মোট ৫টি কোম্পানির বাসের ক্ষেত্রে।
এজন্য ১ সেপ্টেম্বর ই-টিকেটিং সহযোগী প্রতিষ্ঠান ‘যাত্রী সার্ভিসেস লিমিটেড’-এর সঙ্গে বাস কোম্পানিগুলোর মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহর উপস্থিতিতে পাইলট প্রকল্প চালু’র এই চুক্তিটি হয়েছে।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হবে লোকাল বাসের এই ই-টিকেটিং সুবিধা।