নিজেদের কর্মস্থলের প্রধান সম্মেলন কেন্দ্রে একমিনিট দাঁড়িয়ে থেকে গভীর শ্রদ্ধায় মৌনতা প্রকাশের মধ্য দিয়ে জাতির পিতাসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সেখানেই অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতির বক্তব্যে বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বঙ্গবন্ধুর ঘটনাবহুল রাজনৈতিক জীবন,দর্শন ও কর্ম তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু ছিলেন সাহসী, অসাম্প্রদায়িক ও বিজ্ঞান মনষ্ক ও দুরদর্শী। বঙ্গবন্ধু শুধু বাঙালির নেতা ছিলেন না, তিনি ছিলেন সারা বিশ্বের অবিসংবাদিত নেতা। তিনি বঙ্গবন্ধুর বিভিন্ন জীবনীগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে বলেন, বঙ্গবন্ধু আজীবন শোষিত ও মুক্তিকামী মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন এবং তাঁর আদর্শ ও দর্শন আমাদের জন্য আধুনিক চিন্তাধারা তৈরির ক্ষেত্রে অমূল্য সম্পদে পরিণত হয়েছে।
বিটিআরসি’র সচিব মো: নূরুল হাফিজ এর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কমিশনের ভাইস-চেয়ারম্যান জনাব সুব্রত রায় মৈত্র, কমিশনার ( ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স) প্রকৌশলী মো: মহিউদ্দিন আহমেদ, কমিশনার (লিগ্যাল এন্ড লাইসেন্সিং) আবু সৈয়দ দিলজার হোসেন, মহাপরিচালক (লিগ্যাল এন্ড লাইসেন্সিং) আশীষ কুমার কুন্ডু, মহাপরিচালক (অর্থ, হিসাব ও রাজস্ব) প্রকৌশলী মো: মেসবাহুজ্জামান, পরিচালক (ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স) জনাব মো: গোলাম রাজ্জাক ও বিটিআরসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো: জামিউল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা শোকাবহ ১৫ ই আগস্টে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদসহ মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণ করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বঙ্গবন্ধুর আদর্শ ও জীবনকর্ম তুলে ধরেন। বক্তারা বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত, যতোদিন বাংলাদেশ থাকবে, যতোদিন একজন বাঙালিও থাকবে, যতোদিন পৃথিবীর ইতিহাস থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ততোদিন বেঁচে থাকবেন এবং বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। অনুষ্ঠানে বিটিআরসি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।