ডিজিটাল বাংলাদেশের এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিপ্লবের নেপথ্যের নায়ক সজীব আহমেদ জয়ের (সজীব ওয়াজেদ জয়) ৫২তম জন্মদিন আজ বুধবার (২৭ জুলাই)। জন্মদিনের প্রথম প্রহর থেকেই ভার্চুয়াল মাধ্যমে দুনিয়াজুড়েই শুভেচ্ছা ভালোবাসায় সিক্স হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দম্পতির একমাত্র ছেলে। শুন্য ঘণ্টা থেকেই তাকে ফেসবুক ও টুইটারে অভিনন্দন জানাতে শুরু করেন অনুরাগীরা। এর মধ্যে আছেন বয়োজ্যেষ্ঠ থেকে তরুণ এবং শিশু।
শুন্য ঘন্টাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শুভজন্মদিন শুভেচ্ছা পোস্ট দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একাদশ সেকেন্ডে নিজের ফেসবুক পেজের ব্যানারে জয়ের সুবর্ণ জন্মজয়ন্তীর উদ্বোধনী খাম জুড়ে শুভেচ্ছা জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
অবশ্য এর আগেই গতরাত ১০টায় বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় ফেসবুক পেজে প্রকাশ করা হয় জয়ের অনবদ্য ভূমিকার ভিডিও পোস্ট।
এছাড়া বুধবার সকালে নিজ নির্বাচনী এলাকা সিংড়ায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে কেক কেটে জন্মবার্ষিকী পালন করেন জুনাইদ আহমেদ পলক।
মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন জয়। নানা শেখ মুজিবুর রহমানের দেয়া ‘জয়’ ও নানি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার দেয়া ‘সজীব’ মিলিয়ে নাম রাখা হয় সজীব ওয়াজেদ জয়। কম্পিউটার বিজ্ঞানী সজীব আহমেদ জয় বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা এ দু’জনের স্বপ্ন বাস্তবায়নে এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার নেপথ্য কারিগর হিসেবে কাজ করছেন পরিশ্রমী, মেধাবী ও পরিচ্ছন্ন জীবন-জীবিকার অধিকারী কম্পিউটার বিজ্ঞানী সজীব আহমেদ জয়।